নিউমোনিয়া আক্রান্ত ৬ মাসের শিশু সহ মা’কে তৎপরতার সঙ্গে উদ্ধার করল এনডিআরএফ টিম

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: মনশুকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত এক ৬ মাসের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ টিম। তৎপরতার সঙ্গে ঘাটাল ব্লকের দীর্ঘগ্ৰাম থেকে মাস ছ’য়েকের শ্রেয়া দাস ও তার মা পূজা দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করল বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, শ্রেয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। কিন্তু চারিদিক জলমগ্ন থাকায় শ্রেয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারছিলেন না তার পরিবারের লোকজন। আজ শুক্রবার ১ অক্টোবর তার পরিবার তাঁদের সমস্যা নিয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে ঘাটালের মহকুমা শাসক বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে বোটে করে তাঁদের উদ্ধার করেন এবং বীরসিংহ হাসপাতলে ভর্তি করার ব্যবস্থা করেন। দেখভাল করার জন্য একজন মহিলাকে পাঠানো হয় তাঁদের সঙ্গে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই কাজে খুশি হয়েছেন ওই এলাকার মানুষজন।

প্রসঙ্গত, এই ঘটনার বেশ কিছুক্ষণ আগে ওই ব্লকেরই মনশুকা থেকে এক প্রসূতিকেও উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015