মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মনশুকার মেঠালা আদক পাড়া থেকে এক প্রসূতিকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই প্রসূতিকে উদ্ধার করে ঘাটালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয়।
আজ ১ অক্টোবর রেখা হাজরা নামে ওই মহিলাকে স্পিড বোটে করে উদ্ধার করে নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ২.৩০ টা রেখাদেবীর প্রসব যন্ত্রণা হওয়ায় বাড়ির লোকজন তড়িঘড়ি করে স্থানীয় পঞ্চায়েত সদস্য আদককে জানান। তিনি বিষয়টি প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই মারফত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে জানান। মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক শিবপ্রসাদ ঘোষ বলেন, এসডিওর থেকে খবর মাত্রই আমরা স্পিড বোট নিয়ে মনশুকার ওই এলাকায় পৌঁছে যাই। তারপর সেখান থেকে ওই প্রসূতিকে উদ্ধার করে ঘাটালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করার ব্যবস্থা করি।
স্থানীয় বাসিন্দা অজয় চৌধুরী বলেন, রেখাদেবীকে ভর্তি করার পর অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশাসনের এই তৎপরতা আমাদের খুবই ভালো লেগেছে। গতবারের বন্যাতেও মনসুকা থেকেই এমনই এক প্রসূতিকে এনডিআরএফ টিম পাঠিয়ে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন মহকুমা শাসক। প্রশাসনের এই কাজে খুবই খুশি এলাকার মানুষজন।