সৌমেন মিশ্র ও কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাজার করে বাড়ির কাছে পৌঁছেও বাজার নিয়ে বাড়ি পৌঁছানো হল না।বাড়ির সামনেই ভয়াবহ নৌকা ডুবিতে জিনিসপত্র সহ একাধিক গ্রামবাসী ভেসে গেলেন জলের তোড়ে। আজ শুক্রবারের দুপুর প্রায় দেড়টা নাগাদ দাসপুর থানার রাইকুণ্ডু গ্রামে শিলাবতী নদীর ভাঙা মুখে জলের তোড়ে চোখের সামনেই ডুবে যায় যাত্রী ও জিনিসপত্র সহ এক নৌকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটিতে মোট সাতজন দাসপুরের কাঁটাদরজার বাসিন্দা ছিলেন। তাঁরা সিঙ্গাঘাইয়ের হাটে বেচাকেনা করে নৌকায় করে বাড়ি ফেরার সময় নাড়াজোলের রাইকুণ্ডু গ্রামে শিলাবতী নদীর ভাঙা মুখে স্রোতে পড়ে নৌকা সহ জলের স্রোতে তলিয়ে যান। নৌকা ডুবে যাওয়ার সময় কয়েকজন জলে ঝাঁপ দিয়ে উঠে আসেন,অন্যরা বেশকিছু দূর গিয়ে কোনও ক্রমে সাঁতরে প্রাণে বাঁচলেও তলিয়ে যায় নৌকা সাথে সমস্ত জিনিসপত্র। নৌকার মধ্যে থাকা কাঁটাদরজার বাসিন্দা মোহন দোলই,বাপী ঘোষেরা জানান,সবমিলিয়ে নগদ ৮ হাজার টাকা,হাট থেকে আনা সমস্ত জিনিসপত্রের সাথে ৪টি মোবাইলও ওই জলে তলিয়ে গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য দাসপুরের রাইকুণ্ডুতে। তবে ইতিমধ্যেই স্থানীয় সিভিক অরূপ দোলই ও অন্যান্যরা উদ্ধারে নেমেছেন।