মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করল ঘাটালের মহকুমা প্রশাসন। বাড়িতে বসেই পরীক্ষার্থীরা যাতে শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ভিত্তিক ভিডিও ক্লাস অনুসরণ করতে পারে সেই উদ্দেশ্যেই আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ‘ঘাটালের পাঠশালা’ নামে একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। যেখান থেকে অনলাইনের মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক পাঠ পড়তে পারবে। পরবর্তীকালে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা চালু করার কথা চিন্তাভাবনা চলছে। মহকুমা শাসক বলেন, আজ ৫ সেপ্টেম্বর ঘাটালের পাঠশালায়ে যে সমস্ত ভিডিওগুলি এর নিন্মলিখিত ক্লাসগুলি আপলোড করা হয়েছে। ছাত্রছাত্রীদের কাছে এই মেসেজটি পাঠিয়ে দিন। নীচের লিঙ্কগুলিতে ক্লিক করে ক্লাসগুলি দেখা যাবে।
•১৮৫৭ সালের মহাবিদ্রোহ: দশম শ্রেণি চতুর্থ অধ্যায় [সুগত রায়, দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়] https://youtu.be/3xgY8X-irYc
•মেন্ডেলের দ্বিসঙ্কর পরীক্ষা: দশম শ্রেণি জীবন বিজ্ঞান [সমরেশ সামন্ত, পান্না ভারতরত্ন বিদ্যামন্দির] https://youtu.be/YcQ5GS08aJA
•একক -পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দশম শ্রেণির ভূগোল [শোভন মন্ডল, দন্ডিপুর বিদ্যামন্দির]
https://youtu.be/c0USDed0hsQ
•একক- আলো ,উপএকক -উত্তল লেন্সের সামনে বস্তুর বিভিন্ন অবস্থানে উৎপন্ন প্রতিবিম্বের গঠন ও প্রকৃতি চিত্র অংকন দশম শ্রেণির ভৌত বিজ্ঞান [অরুণকুমার শাসমল, দন্ডিপুর মন্মথ হাজরা বিদ্যামন্দির]
https://youtu.be/FXQqR9plbIc
•Class -X English Lesson – 2 Poem – Fable [Chiranjib Das, Assistant Teacher, English, জয়নগর ঠাকুরদাস বিদ্যাভবন]
https://youtu.be/_XimWrPL-A4
•একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ – দশম শ্রেণিরগণিত [নিমাই সামন্ত রথীপুর বরদা বাণীপীঠ]
https://youtu.be/5kkDuT195co
•আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের নামকরণের উপর আলোচনা [সৌরভ সরকার , কিসমত দীর্ঘগ্রাম উচ্চবিদ্যালয়]
https://youtu.be/PkA_FVoGtus
অন্যদিকে মহাকুমার শাসকের কার্যালয়ে আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে শিক্ষক দিবস উপলক্ষে ঘাটাল মহকুমার শিক্ষক-শিক্ষিকা এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজকের আয়োজিত রক্তদান শিবিরে ৪৫ জন রক্তদান করেছেন,যার মধ্যে ১০ জন মহিলা রক্তদাতা ছিলেন। রক্তদাতাদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে স্বাগত জানানো হয়েছে। কোভিড বিধিকে মান্যতা দিয়েই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
Home এই মুহূর্তে ঘাটালের মহকুমার প্রশাসনের ‘পাঠশালায়’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুফল মিলবে