খুকুড়দহ এলাকায় ছ’টি গরু চুরি, চাঞ্চল্য

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: একই রাতে ছ’টি গরু চুরিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দাসপুর থানার খুকুড়দহ শ্রীপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা গেছে, আজ ৬ আগস্ট সকালে মালতি দোলই যখন গোয়াল ঘরে গরু বের করার জন্য যান দেখেন গোয়াল ঘরের মধ্যে গরুর দড়িগুলি কাটা এবং গোয়াল ঘর শূন্য। এদিক-ওদিক খোঁজাখুঁজি করার পর তিনি জানতে পারেন পাশের শ্রীপুর গ্রামেও গতরাতে গরু চুরির ঘটনা ঘটেছে। ওই গ্ৰাম থেকেও একইভাবে তিনটি গরু দুষ্কৃতীরা চুরি করেছে। তবে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা ওই এলাকা থেকে আরও বেশি সংখ্যক গরু চুরির ধান্দায় এসেছিল। কিন্তু পাশাপাশি স্থানীয়দের জেগে যাওয়ায়

গরুগুলি গাড়িতে তোলার সময় দুটি গরু ফেলে রেখেই চম্পট দেয় তারা। গরু চুরির ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় মানুষজন বলেন,দুই মেদিনীপুরের সংযোগস্থলে খুকুড়দহ এলাকায় চলছে নাকা চেকিং এবং লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। তাহলে কীভাবে দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয়দের উদ্বেগ প্রকাশ করে জানান, আজ গরু চুরি হয়েছে,কাল বাড়ি চুরি হতে পারে। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বারে বারে একই ঘটনা ঘটছে এলাকায় এলাকায়। চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি স্থানীয় ভিলেজ পুলিশ মারফত দাসপুর থানায় জানানো হয়েছে আজ সকালে।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, রাধেশ্যাম জানার দু’টি,বনমালী জানার একটি, তারাপদ মেট্যার একটি, মোহন দোলইয়ের একটি, ক্ষুদিরাম মেট্যার একটি সব মিলিয়ে ছ’টি গরু চুরি গিয়েছে। তার মধ্যে একটি গরু, চারটি গর্ভবতী গরু,একটি বাছুর ছিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/