রবীন্দ্র কর্মকার: ভোরে ঘাটাল মহকুমা শাসকের অফিসের প্রাচীর ভেঙে শিলাবতী নদীর জল ঘাটাল শহরে প্রবেশ করতে শুরু করছে। ইতি মধ্যে খোদ মহকুমা শাসকের কার্যালয় চত্বর প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ঘাটাল উপসংশোধনাগার, ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজ সহ ঘাটাল শহরের ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করছে। এই ভেঙে যাওয়া অংশই আজ ১ আগস্ট থেকে দ্রুতগতিতে মেরামতির কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যেই ওই অংশটি মেরামত করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে তারা।
এই আশ্বাসে খুশি মহকুমার বাসিন্দারা। অন্যদিকে প্রতাপপুরেও নদীর জল আর বাড়ছে না। বরং ভোর থেকে অনেকটাই কমতে শুরু করেছে। সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও দুআড়াই ফুট জল না কমলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যাবে না।