মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ষষ্ঠ সেমেস্টারের ফর্ম পূরণ করার সুযোগ না পেয়ে বিক্ষোভে শামিল হলেন দাসপুর-১ ব্লকের নাড়াজোল রাজ কলেজের ছাত্রছাত্রীরা। আজ ২৭ জুলাই তাঁরা কলেজ গেটের সামনে তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। ২১ জুলাই থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার ফর্ম পূরণ চলছে। ২৮ জুলাই পর্যন্ত ওই ফর্ম পূরণ চলার কথা। কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের দেওয়া পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে পারছেন না। ছাত্রছাত্রীরা
বলেন, পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে গেলেই ডাটা মিসম্যাচড দেখাচ্ছে। ফলে তারা তীব্র দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু তাঁদেরকে না তো কলেজ না বিশ্ববিশ্ববিদ্যালয় কেউই কোনও সহযোগিতা করছে না বলে অভিযোগ। অথচ ফর্ম পূরণের জন্য তাঁদের হাতে আর একটি দিন তথা আগামীকালটি রয়েছে। সেজন্যই তাঁদের এই আন্দোলন।
এদিকে বিশ্ববিদ্যালের পরীক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের ষষ্ঠ সেমেস্টারের আগের কোনও সেমেস্টারের রেজাল্ট অসম্পূর্ণ রয়েছে
তাদের ক্ষেত্রেই ডাটা মিসম্যাচড দেখাচ্ছে। যাঁরা এর আগের সমস্ত সেমেস্টারই ভালোভাবে সম্পূর্ণ করেছেন তাঁদের কোনও সমস্যা হচ্ছে না। তাঁরা এক চান্সেই ফর্ম পূরণও করে দিয়েছেন।
প্রসঙ্গত ওই সমস্যা কেবল মাত্র নাড়াজোল কলেজের নয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজের অনেক ছাত্রছাত্রী এবার ষষ্ঠ সেমেস্টারের ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যা পড়েছেন বলে জানা গিয়েছে। সারা বিশ্ববিদ্যালয়ে প্রায় দু’ হাজারের আসেপাশে ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ষষ্ঠ সেমেস্টারের ফর্ম পূরণ করতে পারছেন না।
তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ও চেষ্টা চালাছে। সেক্ষেত্রে ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ফর্ম পূরণের তারিখও বাড়ানো হতে পারে। তবে এই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হলেও আগের পরীক্ষাগুলি সম্পূর্ণ না করলে তাঁরা মার্কশিট হাতে পাবেন না বলে জানা গিয়েছে।