রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বর্তমানে ওই রাস্তার ঘাটাল শহরের অংশটিতে রাস্তার দুদিকের নির্মাণগুলি ভাঙার কাজ চলছে। পূতদপ্তরের জায়গার উপর যাদের বাড়ি দোকান ছিল তাঁরা ইতি মধ্যেই নির্মাণগুলি সরিয়ে নিতে শুরু করেছেন। সরকারি নির্মাণ যেমন যাত্রী প্রতীক্ষালয়, শৌচাগার, পথবাতি, বিদ্যুতের খুঁটি এগুলি সরানোর কাজ চলছে।
প্রসঙ্গত, গত বছর ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরও কয়েকটি রাস্তার সঙ্গে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের জন্য ১৬৬ কোটি ৮৮লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ৩১ কিলোমিটার ৭৫০মিটার রাস্তাটিকে দু’লেন রূপান্তরিত করা হবে। সেজন্য রাস্তাটিকে ১১ মিটার চওড়া করা হবে। মেদিনীপুর হাইওয়ে ডিভিশন ওই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করবে। তবে রাস্তাটিকে সংস্কার করা হলেও ওই রাস্তা উপর খুকুড়দহ, গৌরা এবং ঘাটালের ব্রিজটি নতুন করে তৈরি করা হবে না। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই তিনটি ব্রিজ আগামী দিনে নতুন প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে।