নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২০ জুলাই বিকেলে মোবাইল, মানিব্যাগ এবং এটিএম কার্ড ছিনতাই হল ঘাটাল শহরের এক গৃহবধূর। ওই গৃহবধূর নাম মায়া সামন্ত(উপরের ছবিটি মায়াদেবীর)। ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ড দূরভাষ পল্লিতে তাঁর বাড়ি। বাড়ির সামনে থেকেই কুশপাতার মতো জনবহুল এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটায় মায়াদেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনাসূত্রে জানা যায়, ওই গৃহবধূর দাদা আজ পথ দুর্ঘটনার মুখে পড়ে ঘাটাল শহরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তিনি আজ বিকেলে সাইকেলে করে নার্সিংহোমে দাদাকে দেখতে এসেছিলেন। মায়াদেবী বলেন, নার্সিংহোম থেকে
কিছু পোশাক আনার কথা বললে আমি সাইকেলের করে পেট্রল পাম্পের উত্তর দিকের রাস্তা দিয়ে আবার বাড়ি যেতে শুরু করি। সাইকেলের সামনের খাঁচায় আমার একটি ব্যাগ ছিল। ব্যাগে মোবাইল, এটিএম কার্ড, পাঁচ হাজার টাকার মতো ছিল। উদ্বেগে সাইকেল চালানোর সময় আমার ওড়না সাইকেলে জড়িয়ে যায়। সাইকেল থেকে নামে ওড়না ঠিক করার সময়ই পেছনের দিক থেকে বাইকে করে আসা সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেলের খাঁচা থেকে এক নিমেষের মধ্যে আমার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। আমি চিৎকার করি। কিন্তু বাইকের গতি সে এতোটাই বাড়িয়ে দিয়েছিল ফলে তাকে আর ট্রেস করা যায়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে।