অভীক ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: জমিতে ট্রাক্টরে লাঙল করার সময় বৃহদাকার ময়ালসাপ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোণা থানার ধরমপুরে।আজ ১৯ জুলাই দুপুরে একটি জমিতে ট্রাক্টরে করে লাঙল করার সময় আচমকাই জমির কাদা থেকে একটি বৃহদাকার ময়ালসাপ দেখতে পাওয়া যায়।কোনওক্রমে স্থানীয়রা সাপটিকে আটকে রেখে ধামকুড়া বিট অফিসে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।