play_circle_filled

Latest Posts

স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্যোগে রক্তদান শিবির

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:  এপ্রিল-মে মাসের তীব্র গরমে, রক্তদান শিবির বছরের অন্য সময়ের তুলনায় খানিক কম হওয়ার কারণে সংকট দেখা দেয়। রক্তের চাহিদা ও জোগানের জন্য আমাদের ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রক্তদান কর্মসূচি করা হয়েছে। আজ ২১ জুন আবারও একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। দাসপুর-২ ব্লকের রাণীচকে সুরক্ষা ডায়োগনেস্টিক ও মেডিক্যাল সেন্টারের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। সুরক্ষা ডায়োগনেস্টিক ও মেডিক্যাল সেন্টারের কর্ণধার নিখিল জানা সম্পূর্ণ নিজ উদ্যোগে আজকের রক্তদান শিবিরটির আয়োজন করেছিলেন। নিখিলবাবু জানান, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেবাশিস সিনহা আজকের রক্তদান কর্মসূচিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন। মোট ৩২ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা যায়। রক্তদাতাদের সুরক্ষা ডায়োগনেস্টিক ও মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকে একটি করে সুরক্ষা লেখা কাপ ও ছাতা দান করা হয়েছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল আজকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই শিবিরটির আয়োজন করা হয়েছিল বলে জানান। 

প্রসঙ্গত নিখিলবাবু সারা বছরই এই রকম সেবামূলক কাজকর্ম করে থাকেন। ১ লা বৈশাখ উপলক্ষে তিনি বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর ব্যবস্থা করেছিলেন। তাঁর এই ধরনের কাজে গ্ৰামের মানুষজন খুব খুশি। 

 

 

Latest Posts

Don't Miss