মনসারাম কর ও কুমারেশ চানক: বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দফায় দফায় মনশুকা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা। আজ সকাল থেকেই বন্যা পরিস্থিতি যাবতীয় দিক খতিয়ে দেখেন ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায়, বিডিও সঞ্জীব দাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, প্রমূখ। পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, মহকুমা শাসক সৌভিক পদ্ধতি জানান, বন্যা পরিস্থিতি বাড়ছে, মনশুকা অঞ্চলে কিছু কিছু জায়গায় জল ঢুকে পড়েছে। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্ৰহণ করবো। রিলিফ মেটিরিয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত গুলিতে।
অপর দিকে ঘাটালের সাংসদ দেব তিনিও ঘাটালের উপর নজর রেখেছেন, তিনি তাঁর ফেসবুক পোস্টে সকলকে ঘাটাল বাসির উদ্দেশ্যে বলেন, ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মনসুকা এবং ঘাটাল পৌরসভার ১, ২, ৫ ,৬ ,৭ ,৮ ,৯ , ১০ ,১১ ,১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার প্রতিনিধিরা ওখানে রয়েছে এবং আমিও পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রশাসনের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের অনুকূলে আছে। অযথা আতঙ্কিত হবেন না, সকলে সুস্থ ও সুরক্ষিত থাকুন।