কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]: নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাবে হুহু করে বাড়ছে ঘাটাল মহকুমার সমস্ত নদীর জলই। তার মধ্যে ঝুমি নদী জল বাড়ার হারটা তুলনামূলক ভাবে অনেক বেশি। ঝুমি নদীর জলস্ফীতির ফলে মনশুকার ঘোড়োইঘাট সংলগ্ন রাস্তাটির উপর সকাল থেকে জল উঠতে শুরু করেছে। হু হু করে জল বাড়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়ছেন গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে আসা মানুষজন। অনেকেই আবার প্রাণের ঝুকি নিয়েই পারাপার করছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। জলে তীব্র স্রোত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌকারও ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়নি। ঘাটালের বিডিও সঞ্জীব দাস সকালেই মনশুকা পরিদর্শন করে গিয়েছেন। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।