মনশুকায় ঝুমি নদীর ওপর নির্মিত সাঁকোটি বাঁচাতে তৎপর ঘাট মালিকেরা

কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]: কিছু দিন আগেই মনশুকা স্কুল সংলগ্ন ঘাটে কয়েক লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় লোহার কাঠামো দিয়ে সাঁকো। আজ ১৫ জুন সকাল সকাল ঝুমি নদীতে পানার চাপ বাড়ায় হিমশিম খাচ্ছে বরাত পাওয়া ঘাট মালিকরা। যেহেতু এলাকায় ওই সাঁকোটিই শক্তপোক্ত এবং এই সাঁকোর ওপর দিয়ে ছোট গাড়িও পারাপার করতে পারে, তাই সাঁকোটি বাঁচাতে মরিয়া সাঁকো কর্তৃপক্ষ, সাঁকোটির দুই পাড়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, কর্তৃপক্ষ তরফে রবীন্দ্র সাঁতরা জানান, সাঁকোটি বাঁচাতে আমরা তৎপর এই লোহার কাঠামো দিয়ে সাঁকোটি ভেঙে গেলে দুইপাড়ের বহু মানুষ অসুবিধার মধ্যে পড়বে, তাই তড়িঘড়ি লোক নামিয়ে সাঁকোটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। 

অন্যদিকে আজকেই ঝুমি নদীর ওপর ঘোড়ইঘাটের বাঁশের সাঁকোটি  পানার চাপে ভেঙে গেলো।  

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015