ঘাটাল পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির 

আকাশ দোলই, স্থানীয় সংবাদ ঘাটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে ও অনুপ্রেরণায় রক্তের ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রক্তদান শিবির আয়োজিত হয়েছে। আজ ১৫ জুন মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে ‌ঘাটাল পুরসভার উদ্যোগে রাজীব গান্ধী পৌর নিলয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পৌর প্রশাসক বিভাষচন্দ্র ঘোষ জানান, প্রতি বছর গ্ৰীষ্মকালীন যে রক্তের ঘাটতি দেখা দেয় এবং অনেকে রক্ত দিতেও চান না। তাই এই কঠিন পরিস্থিতিতে আমরা আজকের রক্তদান শিবিরটি করার মাধ্যমে সেই ঘাটতি কিছুটা পূরণ করতে চেষ্টা করছি। যাতে আমাদের ঘাটাল মহকুমায় আর কেউ রক্তের অভাবে মারা না যান। তাই আমরা প্রত্যেককে আহ্বান জানিয়েছি এই শিবিরে রক্তদান করার জন্য। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি চলছে তাই রক্তদাতাদের মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে।   মোট ৮০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন বলে জানা যায়। সম্পূর্ণ কোভিড বিধি আজকের শিবিরটি করা হয়েছিল বলে জানাগিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015