চন্দ্রকোণায় বিপদজনক ভাবে কুঁয়োতে পড়ে মৃত্যু মহিষের

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: শখের মহিষের মৃত্যুতে কান্নার রোল পরিবারে। চন্দ্রকোণা-২ ব্লকের ভেলাইবনী গ্রামে মাঠের মাঝে জমিতে থাকা কুঁয়োয়ে পড়ে মৃত্যু হল মহিষের, আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার আরও একটি।জানাযায়,ওই গ্রামের বাসিন্দা লাল্টু দাসের দুটি মহিষ গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল।অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি মহিষ দুটি,লাল্টুবাবু ওই দুটি মোষের উপর নির্ভরশীল ছিলেন,লাঙ্গল দেওয়া থেকে ওই দুটি মোষ দিয়ে নিজের গরুর গাড়ি চাষাবাদের কাজে ভাড়া খাটতেন।গতকাল সোমবার থেকে নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার ভোরে মাঠের দিকে খোঁজ করতে গেলে,চন্দ্রকোণা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাবুরবেড় গ্রামের বাসিন্দা অজিত ঘোষের জমির উপরে তৈরি করা বিপদজনক কুঁয়োয়ে পড়ে থাকতে দেখা যায় দুটি মহিষকে। একটিকে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা গেলেও নিচে পড়ে থাকা অপর একটি মোষের মৃত্যু হয়। মহিষ দুটিকে উদ্ধার করতে এদিন সকালে স্থানীয়রা জড়ো হয়। মৃত মহিষের মালিক লাল্টু দাস বলেন, যে জমিতে বিপদজনক ভাবে খোলা অবস্থায় এই কুঁয়ো তৈরি করা ছিল সেই জমির মালিক অজিত ঘোষের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।এমনভাবে খোলা মেলা জায়গায় বিপদজনক ভাবে কুঁয়ো তৈরি করে রাখায় আরও বিপদজনক ঘটনা ঘটতে পারতো বলে জানান ক্ষুব্ধ স্থানীয়রা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015