দুধকোমরায় গ্ৰামবাসীদের দাবি মেনে নিকাশি ব্যবস্থা হতে চলেছে

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:শেষ পর্যন্ত গ্রামবাসীদের চাপে পড়ে দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের চরমানকুর ও শ্রীবরা গ্ৰামে জল নিকাশি ব্যবস্থা হতে চলেছে। আজ ১৪ জুন দুধকোমরা গ্ৰাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়, যেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান বলে জানা গেছে। গ্ৰামের বাসিন্দা তথা জ্যোতঘনশ্যাম প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, প্রায় ১৫০-২০০ কৃষক ও কৃষক গ্রামবাসী এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। কৃষকদের অভিযোগ, সেচ দপ্তরের ঠিকাদাররা তাঁদের ভুল বুঝিয়ে তাঁদের জমিগুলিতে দূর্বাচটি খালের বালি ফেলে চাষযোগ্য জমি ভরাট করেন। এর ফলে চাষীদের তো ক্ষতি হয়েছে তার সাথে গ্রামের নিকাশি ব্যবস্থারও বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।বিক্ষোভের মাধ্যমে প্রশাসনের কাছে তাঁরা পাঁচটি দাবি রাখেন। ১.স্থায়ী জল নিকাশির ব্যবস্থা করতে হবে গ্ৰামে। ২. চাষিদের উর্বর কৃষি জমিকে পুনরায় চাষযোগ্য করে তুলতে হবে ঠিকাদারদের সহায়তায়। ৩. জল দাঁড়িয়ে রাস্তাঘাটের যে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই রাস্তাঘাট গুলির উন্নয়ন করতে হবে। পরে প্রশাসনিক তৎপরতায় কংক্রিটের রাস্তা নির্মাণ করতে হবে গ্ৰামে। ৪. ঠিকাদাররা দূর্বাচটি খাল কাটাইয়ের বালি দিয়ে চাষিদের যেসব জমিগুলি  ভরাট করেছিল,তারফলে জমির সীমানা স্পষ্ট বোঝা যেত না। ওইসব জমি গুলির সীমানা নির্দিষ্ট করতে হবে। ৫. একটি তদারকি কমিটি গঠন করতে হবে,যেখানে কৃষকেরা তাঁদের সমস্যা তুলে ধরবেন এবং তার সমাধান পাবেন।   আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সেচ ও জলপথ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত দাস, দাসপুর-২ ব্লকের জয়েন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, দাসপুর-২ বিএলআরও প্রতিনিধি সেচ দপ্তরে ঠিকাদার  দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস হুতাইত,দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র প্রমুখ। গণেশবাবু জানান, আজকের আলোচনায় ঠিক করা হয় আগামী ১৭ জুন বৃহস্পতিবার চরমানকুর প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় কৃষক ও গ্ৰামবাসীদের নিয়ে একটি মিটিং করা হবে। যেখানে গ্ৰামবাসী সহ কৃষকদের ওই পাঁচটি দাবি ফলপ্রসু করার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ ও কৃষকেরা। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015