বাবলু মান্না ও তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ১১ জুন ঘাটাল মহকুমায় পৃথক দু’জায়গায় রক্তদানের দুটি শিবিরের অনুষ্ঠিত হল। একটি দাসপুর-২ ব্লকের চাইঁপাটে অন্যটি রামজীবনপুর পৌরসভায়। ঘাটাল সাংসদ দীপক অধিকারী তথা দেবের উদ্যোগে এবং চাঁইপাট আশার আলোর পরিচালনায় চাঁইপাট বোর্ডপ্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন বলে জানান সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং যুব তৃণমূল নেতা সুদীপ মণ্ডল। দেখেনিন চাঁইপাট রক্তদান শিবিরের কয়েকটি খণ্ডচিত্র।
অন্যদিকে রামজীবনপুর পুরসভার উদ্যোগে পুরসভার কার্যালয়ে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে ৬০ জন রক্তদান করেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেন সরবরাহ করার জন্য আজ ওই শিবির থেকে অক্সিজেন সিলিন্ডারেরও উদ্বোধন করা হয়। রামজীবনপুর রক্তদান শিবিরে ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানান ওই পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন নির্মল চৌধুরী।।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal