বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বন্যার সময় রূপনারায়ণ নদের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমার বাসিন্দাদের যাতে সচেতন করা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ডিভিসি তথা দামোদর ভ্যালি কর্পোরেশেন। তার জন্যই আজ ৯ জুন বিশেষ সার্ভের ব্যবস্থা করলেন ডিভিসির ইঞ্জিনিয়াররা। স্যাটেলাইট ইনফর্মেশন সিস্টেমের মাধ্যমে বন্যার সময় নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য পৌঁছে যাবে ডিভিসির কাছে। সেই বার্তা যাবে প্রশাসনের কাছে। তারপরই প্রশাসন শুরু করবে সতর্কতা মূলক প্রচার। এর ফলে সুবিধে হবে প্রশাসন ও সাধারণ মানুষের।
আজ বেলা সাড়ে ১২টা নাগাদ দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি সার্ভে টিম রূপনারায়ণ নদের জল স্তর মাপার উদ্দেশ্যে দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতে কুলটিকরি গ্রামে সার্ভে করে। জানা যায়, এইরকম পাঁচটি টিম সার্ভের জন্য বেরিয়েছে। তবে শুধু দাসপুর এলাকায় নয়, ইতিমধ্যেই মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দামোদর, লোয়ার দামোদর নদ এবং হরিণখোলা খালে সার্ভে করছেন টিমের সদস্যরা।
সার্ভে ইঞ্জিনিয়ার সুশান্ত নস্কর জানান, দু’মাস আগে এই মডেল বাংলায় শুরু হয়। এর আগে এই মডেলটি শুধুমাত্র বিহারে ছিল, কিন্তু এখন বাংলাতেও চালু করা হয়েছে মডেলটি। তিনি বলেন,এটি একটি স্যাটেলাইট ইনফরমেশন সিস্টেম। প্রচণ্ড নিখুঁত হবে এই সিস্টেমটি। যার মাধ্যমে প্রতি মুহূর্তে নদীর জলস্তর বোঝা যাবে দূববর্তী স্থান থেকেই।
প্রসঙ্গত, এতো দিন নদীর সামনে এসে নদীর জলস্তর দেখে তা মেল বা ফোন মারফৎ ভিডিসির কাছে পৌঁছানো হত। তারফলে সময় লাগত অনেকটাই। কিন্তু এই স্যাটেলাইট ইনফরমেশন মডেলের মাধ্যমে নদীর জলস্তর কী অবস্থায় রয়েছে, কতটা বাড়ছে তা সঙ্গে সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। তখন জলাধার থেকে জল ছাড়ার বিষয়েও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। ।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal
Home এই মুহূর্তে ব্রেকিং দাসপুরে বন্যা: নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে খবর পেতে অত্যাধুনিক ব্যবস্থা