তনুপ ঘোষ ও বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ,ঘাটাল: চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া গ্রামের মৃত অরুণ মন্ডল ও ওই থানার হীরাধরপুর গ্রামের অর্চনা রায়ের বাজ পড়ে মৃত্যু হয়। এই দুই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।এদিন বিধায়কের সাথে ছিলেন চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই।এদিন স্থানীয় প্রশাসনের তরফে কিছু আর্থিক সাহায্যে ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওই দুই পরিবারের সদস্যদের হাতে। গতকাল ৭ই জুন সোমবার দুপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাড়া গ্রামের বছর ৪০ এর অরুণ মন্ডল ও হীরাধরপুর গ্রামের অর্চনা রায়(৩৫) বজ্রাঘাতেই মৃত্যু হয় বলে জানা যায়।দুই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে,তাদের সরকারি সহযোগিতার পাশাপাশি চন্দ্রকোণার বিধায়ক অরুপ ধাড়া ব্যক্তিগত ভাবে তাদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান পরিবারকে।এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই মৃতের পরিবারের সদস্যরা। সরকারের তরফেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে সেটাও ওই দুই পরিবার পাবে বলে জানান অরুপবাবু।উল্লেখ্য,গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের বিপর্যয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জন প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করেন এবং কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়। একই ভূমিকা পালন করে রাজ্য সরকারও।খুব শীঘ্রই মৃত পরিবারের সাথে দেখা করার কথা গতকালই ঘোষণা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। চন্দ্রকোণায় দুই মৃত পরিবারের সাথে দেখা করার সম্ভাবনা আছে এবং সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিন্তু দিন ও তারিখ এখনও জানানো হয়নি। তা জানানো হলেই জানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক অরুপ ধাড়া।