নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অল্প কিছু সময়ের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ঘাটাল মহকুমায় এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে জখম হয়েছেন দুজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ মতো আজ ৭ জুন সোমবার দুপুর সাড়ে তিনটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আর তার জেরেই চন্দ্রকোণা থানার জাড়া পূর্ব পাড়ার বাসিন্দা অরুণ মণ্ডল(৪০), হীরাধরপুরের অর্চনা রায়(৩৫) বজ্রাঘাতে মৃত্যু হয়। দাসপুর থানার কুল্টিকুরীর ছাতিক পাড়ায় শ্যামলী দোলই এবং ওই থানারই শ্যামচকের অনুপ আলু বজ্রাঘাতে জখম হয়েছেন। [•ভিডিও: https://youtu.be/–TNDABeyvA]
অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ঘাটাল মহকুমা বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে দাসপুর-১ ব্লকের কাঁকি তেমুয়ানিতে ভেঙে পড়ল পারাপারের বাঁশের সাঁকো। মাথায় হাত কাঁসাই নদীর দুই পারের প্রায় ১০ টিরও বেশি গ্রামের মানুষের। আজ ৭ই জুন বিকেল সাড়ে তিনটা থেকে সারা দাসপুর জুড়ে ঝড় বৃষ্টি হয়, তাতেই ভেঙে পড়ে ওই বাঁশের সাঁকোটি। সমস্যায় পড়েছেন ঘাট মালিকের পাশাপাশি রাজনগর,যদুপুর,দামোদরপুর,ধানখালের মতো ১০ টিরও বেশি গ্রামের মানুষ। ঘাট মালিক বিশ্বনাথ মণ্ডল বলেন,কিছুদিন আগেই কয়েক হাজার টাকা দিয়ে এই সাঁকো তৈরি করেছিলাম ঝড়ে বড়সড় ক্ষতি হল সেটির।
দাসপুর-১ ব্লকের বালিপোতা গ্রামের বেশকিছু অংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা গ্রাম জুড়ে পড়ে রয়েছে একের পর এক ভাঙা গাছ,কোথাও বা ভেঙেছে বাড়ির চাল। গ্রামবাসীদের চোখেমুখে এখনও আতঙ্ক। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক জানান, গ্রামের মধ্য দিয়ে এক ঝড়ের তাণ্ডব চলে। তবে সে তাণ্ডব ছিল মাত্র মিনিট কয়েকের। সেই তাণ্ডবেই সব চাইতে বেশি ক্ষতি হয়েছে দাসপুর-১ ব্লকের বালিপোতা গ্রামের বেশ কিছু এলাকায়। জানা যাচ্ছে, শুধুমাত্র বালিপোতা নয় এই ঝড়ে লণ্ডভণ্ড দাসপুর-১ ব্লকের সামাট এবং যদুপুরেরও বেশ কিছু এলাকা। সামাটের একাধিক গ্রামবাসীদের বাড়ি ভেঙেছে, বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। সামাটের বাসিন্দা অমিত দোলই জানান, এদিনের ঝড়ে তাঁর বসতবাড়ির চালে গাছ ভেঙে পড়ে ব্যপক ক্ষতি হয়েছে। অন্যদিকে যদুপুরেও একই ঘটনা। ঝড়ের দাপটে ক্ষতি গ্রামের বাজু মোহন চক্রবর্তীর বাড়িরও।
এছাড়া ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাড়ির চাল উড়ে যাওয়া, গাছ ভেঙে যাওয়া,বিদ্যুৎ খুঁটি ভেঙে যাওয়ার খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পর থেকেই বহু জায়গাতে বিদ্যুৎ নেই।।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal