মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: যশের জেরে বিধ্বস্ত মানুষদের খাবার দেওয়ার জন্য গড়ে তোলা হল কমিউনিটি কিচেন সেন্টার। ২৬ মে যশের তাণ্ডবে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ঘাটাল মহকুমার বেশ কয়েকটি জায়গাও বিধ্বস্ত হয়েছিল। সেই সব মানুষদের যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, দুবেলা ঠিক মতো খাবার পান না তাঁদের খাবার তুলে দিতে কলকাতার ‘মুক্তি’ নামক এনজিওর উদ্যোগে ও অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রীবরা হাইস্কুল এবং চরমানকুর প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি কিচেন সেন্টার গড়ে তোলা হল। দাসপুর-২ ব্লকের গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক তথা এএসএফএইচএম সদস্য সুব্রতবাবু বলেন, আজ ৫ জুন থেকে আগামী ১০ দিন দুটি কমিউনিটি কিচেন সেন্টার থেকে মোট তিনটি গ্রামের মানুষকে প্রতিদিন প্রায় ৩৫০ জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ভূপালপ্রসাদ চক্রবর্তী এই কাজে যথেষ্ট সাহায্য করেছেন। আজকের এই কমিউনিটি কিচেন সেন্টার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিস হুতাইত, সরবেড়িয়া ডি সি রায় হাইস্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক ও সাগরপুর স্যার আশুতোষ হাইস্কুলের প্রধান শিক্ষক মানসকুমার মান্না প্রমুখ। জোতঘনশ্যাম প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক গণেশ চক্রবর্তী সহ গ্ৰামবাসীদের সহযোগিতায় কাজটি খুব সুন্দর ভাবে পরিচালিত হয়েছে। গণেশবাবু জানিয়েছেন, আজকের এইখানে খাওয়ানো ছাড়াও যশ পরবর্তী ৩০ মে ওই সমস্ত বিধ্বস্ত পরিবারগুলিকে শুকনো খাবার,ত্রিপল ও গোখাদ্য দিয়ে সাহায্য করা হয়েছিল।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal