শ্রীকান্ত ভুঁইয়া: সেই আগুনে ভস্মীভূত হল বসতবাড়ি সহ গোয়াল ঘর। দুটি গোরুও নিখোঁজ। আজ ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিকের নাম শম্ভুনাথ বেরা। স্থানীয়দের অনুমান, সন্ধ্যে দেখানোর প্রদীপ থেকে আগুন লেগেছে। তারা বলেন, বাড়ির সামনে কাঠ ও শুকনো জ্বালানি জমা ছিল। তাতেই কোনো কারণে আগুন লেগে যায় এবং ভস্মীভূত হয়ে যায় সবকিছু। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পাম্প চালিয়ে আগুন নেভানোর কাজে লাগেন। একই সঙ্গে ঘাটাল মহকুমার অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রেও খবর দেওয়া হয়। সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।
শম্ভুনাথবাবুর স্ত্রী কল্পনা বেরা বলেন, সন্ধ্যেবেলা বসে টিভি দেখছিলেন তিনি। হঠাৎ বাইরে আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে আসেন এবং বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান। সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার দুটি তিনি বের নেন এবং জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, আগুনে বাড়ির সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। গোয়াল ঘর ছিল বাড়ির পাশে এবং সেই গোয়াল ঘরে তিনটি গোরুও ছিল। একটি গোরু পাওয়া গেলেও বাকি গোরুগুলি পাওয়া যায়নি। এদিকে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের আধিকারিকরা বলেন, সন্ধ্যা প্রদীপ থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি।