বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির হাত আরও মজবুত হল,দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপিতে যোগ দিলেন জেলা ফরওয়ার্ড ব্লক নেতা। আজ শনিবার ২৬ ডিসেম্বর দাসপুর ১ ব্লকের হরিরামপুরে আর নয় অন্যায় কর্মসূচীতে বিজেপির এক পথ সভা হয়। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব অরূপ রতন মিশ্র,রাজু আড়ি,শান্তনু বেরার হাত ধরে পশ্চিম মেদিনীপুর জেলা ফরওয়ার্ড ব্লক সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্ধেশর দত্ত বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতৃত্বের দাবি সিদ্ধেশ্বরবাবু ভালো সংগঠক এমন কর্মীর যোগদানে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেল।