৭বছর পর ঘাটাল বিদ্যাসাগর স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক

•পঙ্কজ ভুঁইঞা (মাঝে নেভি ব্লু শার্ট পরিহিত)

তৃপ্তি পাল কর্মকার: অবশেষে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে স্থায়ী প্রধান শিক্ষকের পদটি পূরণ হল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত ঘাটাল মহকুমার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল’-এ আজ ৬ অক্টোবর স্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন প্রধান শিক্ষক পঙ্কজকুমার ভুঁইঞা। পঙ্কজবাবু দাসপুর-২ ব্লকের খানজাপুর উইনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
প্রসঙ্গত, ওই স্কুলে সর্বশেষ স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন দুলালচন্দ্র কর। তিনি ২০১৩ সালের ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। সেই থেকে ওই নামী বিদ্যালয়টিতে কোনও স্থায়ী প্রধান শিক্ষক ছিলেন না।বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক টিআইসি’র দায়িত্ব নিয়ে স্কুলটি চালাতেন। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন, আজ স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে পঙ্কজবাবু যোগদান করলেন। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার ফলে বিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে অনেক সুবিধে হবে।  •ছবিটি পাঠিয়েছেন দিশারী দাস।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!