ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২৫ আগস্ট ২০২০

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২৫ আগস্ট ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ২৩ আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২৫ আগস্ট ২০২০
•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=০২জন •জেলায়(ঘাটাল সহ) মোট=৮০জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=১৮ জন •জেলায়(ঘাটাল সহ) মোট= ১০৩জন
রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০৩জন •জেলায়(ঘাটাল সহ)মোট=১৪জন
ঘাটাল মহকুমা হাসপাতাল: ঘাটাল মহকুমার কেউ নেই।  
দাসপুর গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। 
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
 মোট:০১ জন। #জোৎঘনশ্যাম কুইল্যা(৪৯)।
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।  
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। 
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।  
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল:   মোট:০১ জন। #দাসপুরের মণ্ডল(৫৯)
অ্যান্টিজেন[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: মোট ১৮ জন। •কাটানের প্রামাণিক(৪৬), হরেকৃষ্ণপুর জানা(৪৩), শিবপুর জানা(৪৮), এলোচক দোলই(ম/৪৮), পলাশপাই কর্মকার(ম/৩৯), বেনাই পাল(৪৬), সোনাখালি রাম(ম/৫১), খড়ার ৬ নম্বর ওয়ার্ড ঘোষেদের দু’জন(২৮, ২৮), দন্দিপুর কর্মকার(৩৭), চকমান্দারিয়া বাগ(ম/৩৪),ক্ষীরপাইয়ের ২ নম্বর ওয়ার্ডের নায়েক(৬২), ক্ষীরপাই ১ নম্বর ওয়ার্ড়ের পালেদের তিন জন(২১, ১৫, ম/৩৭), ক্ষীরপাই যাদবপুরের গড়াইদের দুজন(ম/২৫, ম/৩২), ক্ষীরপাইয়ের বরার দাস(২৫)
রিপিট টেস্ট:•মোট:০৩জন। •শালবনী:খাসবাড়ের মল্লিক(৫০),কৃষ্ণনগরের পাল(১৮),ঘাটাল চট্টোপাধ্যায়(৫৬)।
‘স্থানীয় সংবাদ’
(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!