তৃপ্তি পাল কর্মকার:ঘাটাল মহকুমা হাসপাতালের অবসরপ্রাপ্ত ফিজিসিয়ান ডাঃ কে বি পাত্র কিছু দিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি তাঁর করোনা চিকিৎসার জন্য কোনও কোভিদ হাসপাতালে যাননি। বাড়িতেই নিজের চিকিৎসা করে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। তাঁর সর্বশেষ লালা রস পরীক্ষার ফল এসেছে —করোনা নেগেটিভ। স্থানীয় সংবাদের পক্ষ থেকে আজ ২২ জুলাই সন্ধ্যায় মোবাইলের মাধ্যমে তাঁর একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাঁর সাক্ষাৎকারের একটি অংশ নিচের ভিডিওটিতে রয়েছে।