শ্রীকান্ত ভুঁইয়া: কালাচ সাপের আতঙ্কে মেয়ে সোনালীর মৃত্যুর তিন দিন পরেও বাড়িতে ঢুকতে পারছেন না বাবা-মা সহ বাড়ির অন্যান্য সদস্যরা। ফলে তাঁদেরকে মন্দিরের আটচালাতেই দিন কাটাতে হচ্ছে। এমনই অবস্থা চলছে দাসপুর থানার সোনামুই গ্রামের সামন্ত পরিবারে। কার্বলিক অ্যাসিড দেওয়ার কারণে বাড়ির রুমের মধ্যে এখনও আছে কালাচ সাপটি। সেটি গর্তে লুকিয়ে পড়েছে। তাই আতঙ্কে কাটাতে হচ্ছে তাঁদের। ছোট্ট দুটি রুমের মধ্যেই সোনালিকে নিয়ে মোট ন’জনকে থাকতে হত। এখন সোনালি নেই। তাই আটজনকেই থাকতে হবে ওই রুমগুলিতে। প্রশাসনকে বাড়ির জন্য বার বার বলেও কোনও সাড়া মেলেনি।