আজ সকালে ঘাটাল মহকুমায় দু’জায়গায় লরি পাল্টি খেয়ে বিপত্তি

নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে ঘাটাল মহকুমার দু’জায়গায় দুটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। দুটি ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সৌভাগ্যবশত কোনও ক্ষেত্রেই কোনও হতাহতের খবর নেই।  আজ ২১ জুন রবিবার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মুণ্ডমালা এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের ধারে উল্টে যায়  ধান বোঝাই একটি ট্রাক।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাঁকুড়ার সারেঙ্গা থেকে ধান বোঝাই ট্রাকটি চন্দ্রকোণা হয়ে আরামবাগ যাচ্ছিল।  মুণ্ডমালা এলাকায় রাজ্যসড়কের বাঁকে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তা স্বাভাবিক করে।  অন্য দিকে দাসপুর-১ ব্লকের গৌরা এলাকায় একটি ডাম্পার এই ভাবে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে  ওই ব্লকের   ব্লকের গৌরা থেকে গোবিন্দ নগর উত্তরপাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার পিচ রাস্তার কাজ চলছিল    আজ সকালে হঠাৎ  একটি ডাম্পার  পাল্টি খেয়ে যায়। এক্ষেত্রেও কেউ হতাহত হননি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!