রবীন্দ্র কর্মকার: আজ প্রধানমন্ত্রী সকাল দশটায় জাতির উদ্যেশ্যে ভাষণ দিয়ে দেশে নতুন করে লক ডাউন নিয়ে বললেন:
✓নতুন লক ডাউন ১৯ দিনের।
✓৩মে পর্যন্ত দেশে লক ডাউন থাকবে।
✓২০ এপ্রিল পর্যন্ত কড়াভাবে লক ডাউন মানতেই হবে। ✓হটস্পট এরিয়াগুলো ছাড়া বাকি এরিয়াগুলোকে ২০ এপ্রিলের পরই শর্ত সাপেক্ষে ছাড় দেওয়া হবে।
✓তারপরও যদি ঘুরে কোনো জায়গা হটস্পট চিহ্নিত হয় তবে আবার ওই এলাকায় কড়া লক ডাউন জারি হবে।
✓তবে সোশ্যাল ডিসটেন্স ও লক্ষ্মণ রেখা পালন করে মেনে চলতেই হবে।
✓বাড়িতে গরম জল, স্যুপ, চা, কফি খেতে পারেন।
✓arogyasetu (আরোগ্য সেতু) মোবাইল অ্যাপ অবশ্যই ইনস্টল করে ব্যবহার করুন।
Home এই মুহূর্তে ব্রেকিং ৩মে পর্যন্ত লক ডাউন বাড়ল। ২০ এপ্রিলের পর শর্তসাপেক্ষে বাইরে বেরোতে পারবেন।