লকডাউনের নিরাপদ দূরত্বের কথা ভুলে গিয়ে গণ্ডগোলে মাতল চন্দ্রকোণা

রিয়া দাস:  হতে পারে লকডাউন চলতে পারে গৃহবন্দি দশা। কিন্তু মন যদি উত্তপ্ত হয়ে যায় তখন করোনা সংক্রমণে মৃত্যু হওয়ার ভয় কোথায় যেন উবে যায়। চন্দ্রকোণার বেউড় গ্রামের আজ ৪ এপ্রিলের এই দৃশ্য অন্তত তাই প্রমাণ করে। দেখুন সামান্য একটি কারণে সবাই বাড়ি থেকে বেড়িয়ে কেমন জটলা পাকিয়ে গায়ে গা ঠেকিয়ে কথা বলছেন। এখন সকলেই ভুলে গেছেন মুখে মাস্ক পরা বা তিন ফুট দূর থেকে কথা বলার কথা। মাথায় নেই করোনা সংক্রমিত হলে কী হতে পারে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামে যাতে অবাঞ্ছিত লোকজন না প্রবেশ করতে পারে তারই জন্য ঘাটাল মাংরুল রাস্তার বেউড়গ্রামের মোড়ে বাঁশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন কিছু যুবক। আজ ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাবার সময় ওখানে তাঁর সাইকেলটি রাখেন। সেটা সরানোর কথা বলাতেই বচসা শুরু হয়। করোনা সংক্রমণের নিয়ম-নির্দেশ ভেঙে দিয়ে জড়োহন এলাকার বাসিন্দা। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে রামজীবনপুর ফাঁড়ি থেকে পুলিসবাহিনীকে যেতে হয়। মাংরুর গ্রামপঞ্চায়েতের প্রধান শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!