নিজস্ব সংবাদদাতা: এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআইতে গ্রাহকদের আর ন্যূনতম ব্যালান্স মেনটেইন করতে হবে না। আজ ১১ মার্চ স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার গ্রাহকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে এই সংবাদ জানিয়েছেন। সেই সঙ্গে এসএমএস চার্জও গ্রাহকদের আর দিতে হবে না। এতদিন পর্যন্ত মেট্রো শহরের গ্রাহকদের মিনিমাম ব্যালান্স তিন হাজার টাকা, আধা শহরের গ্রাহকদের ক্ষেত্রে দু’ হাজার টাকা এবং গ্রামাঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার টাকা করে মিনিমাম ব্যালান্স রাখতে হত। এবার তা আর রাখতে হবে না। সেই সঙ্গে গ্রাহকদের আর এসএমএস চার্জও দিতে হবে না। সমস্ত কিছুই ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকরি করা হয়েছে। তবে একই সঙ্গে সুদের হারও কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
Home এই মুহূর্তে ব্রেকিং স্টেট ব্যাঙ্ক ন্যূনতম ব্যালান্স রাখার নিয়ম তুলে দিল, সেই সঙ্গে এসএমএস চার্জও