রবীন্দ্র কর্মকার: অর্থের অভাবে পড়ার বই কিনতে পারেনি, এমন বেশ কিছু ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক দিয়ে পাশে দাঁড়াচ্ছে যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র। আগামী ৮ মার্চ রবিবার সকাল ৯টায় দাসপুরের পাঁচবেড়িয়া হাইস্কুলে কয়েকটি ব্লকের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের হাতে বইগুলি তুলে দেওয়া হবে বলে ওই সংস্থাসূত্রে জানানো হয়। সংস্থার সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক পাল বলেন, আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই দুঃস্থ, মেধাবী ও সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক দিয়ে সহযোগিতা করে আসছি। সেইভাবেই আগামী ৮ মার্চ ঘাটাল, দাসপুর-১ ও ২ এবং পাঁশকুড়া ব্লকের নির্বাচিত উচ্চবিদ্যালয়ের ৩০জন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে বইগুলি তুলে দেওয়া হবে। তিনি জানান, গতবছর যাদের একাদশ শ্রেণীর বই দিয়ে সহযোগিতা করা হয়েছিল একইভাবে তাদের আগামী ২৯ মার্চ দ্বাদশ শ্রেণীর বইগুলি তুলেও দেওয়া হবে।
Home এই মুহূর্তে ব্রেকিং বিনামূল্যে পড়ার বই দিয়ে দুঃস্থ পড়ুয়াদের পাশে যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র