নিজস্ব সংবাদদাতা: ঘাটালের একটি অভিজাত খাবারের দোকান থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে ঘাটাল শহরের নিউমার্কেটের এক রুটি বেকারিতে প্যাটিস কিনতে গিয়েছিলেন এক গৃহবধূ। বাড়িতে গিয়ে প্যাটিস ভেঙে খেতে গিয়ে দেখা যায় তাতে ৪০-৫০টি পোকা কিলবিল করছে। দেখেই তাজ্জব সেই গৃহবধূ। ওই গৃহবধূর পারিবারিক বন্ধু তথা ঘাটাল আদালতের এক বিচারকের পিএ দীপক ঘোযকে বিষয়টি জানান। দীপকবাবু বলেন, আমি আজ ২৮ ফেব্রুয়ারি বিষয়টি যাচাই করার জন্য আমিও কয়েকটি প্যাটিস কিনি। আমার সঙ্গে ঘাটাল আদালতের আইনজীবী তপন ভট্টাচার্য সহ কয়েক জন ছিলেন প্যাটিস কেনার সময়। দোকানেই একটি প্যাটিস ভেঙে দেখি সত্যিই কিলবিল করছে বহু পোকা। সঙ্গে সঙ্গে বিষয়টি ঘাটাল মহকুমা ফুড সেফটি অফিসারকে জানানো হয়। ফুড সেফটি অফিসার অরুণাভ দে বলেন, আমরা অভিযোগ পেয়ে ’রায় বেকারি’ নামে ওই দোকান থেকে খাবারের কিছু নমুনা সংগ্রহ করেছি। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার ঘটনাটি স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা ওই মাল তৈরি করি না। কাঁথি থেকে কিনে এনে বিক্রি করছিলাম। আগামী দিনে ওই ধরনের খাবার আর দোকানে রাখব না।