ঘাটাল: স্কুলে আসতে প্রায়ই দেরি, শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে দেওয়া হল না

নিজস্ব সংবাদদাতা:প্রতিদিনই স্কুলে ঢুকতে দেরি কেন? এই প্রশ্ন তুলে  ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে দেওয়া হল না। আজ ২৮ ফেব্রুয়ারি ওই ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ে।  ওই গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রায়ই স্কুলে দেরি করে আসেন। তাই আজ  ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দেরি করে আসার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। বেলা ১টা পর্যন্ত তাঁদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। পরে প্রশাসনের অনুরোধে অভিভাবকরা শান্ত হন। এবিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী বাগের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান স্কুলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!