নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানায় না এসে এবার থেকে নাড়াজোলের দানিকোলা এবং কুলটিকুরি থেকেই পুলিশকে লিখিত অভিযোগ করা যাবে। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালের উদ্যোগে মার্চ মাস থেকে দাসপুর থানার ওই দুটি জায়গায় পুলিশি সহায়তা কেন্দ্র হচ্ছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে ওই পুলিশি সহায়তা কেন্দ্রে দাসপুর থানা থেকে এস.আই বা এ.এস.আই’রা যাবেন। তাঁরা ওই এলাকার মানুষের অভিযোগের কথা শুনবেন প্রয়োজন হলে ডায়েরিও নেওয়া হবে। দাসপুর থানা সূত্রে জানা গিয়েছে, প্রতি রবিবার কুলটিকুরিতে এবং প্রতি বুধবার দানিকোলাতে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাপ্তাহিক পুলিশি সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে। দাসপুর থানা জেলার মধ্যে সবচাইতে বড় থানা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব কমবেশি ৮০ কিলোমিটার। দুটি ব্লকের ২৪টি গ্রামপঞ্চায়েত রয়েছে এই থানার অধীন। অথচ এই থানার মধ্যে কোনও ফাঁড়ি নেই। কিছু দিন আগে দাসপুর থানাকে ভাগ করে ব্লক অনুযায়ী একটি করে থানা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন না পাওয়ার জন্য তা বাস্তবায়িত হয়নি। সেজন্য ওই পুলিশি সহায়তা কেন্দ্রগুলির জন্য দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল বিশেষ উদ্যোগ নেন। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।