ঘাটালের নদীবাঁধের উপর থেকে সবাইকে উঠে যেতে হবে, সেচ দপ্তরের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঘাটালের নদীবাঁধের ওপর আশীর্বাদ রেষ্টুরেন্টের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা মহকুমা। এমনভাবে বাঁধের ভেতর সুড়ঙ্গ করে অবৈধ নির্মাণ হয়েছিল, যার জন্য বর্ষার সময় বাঁধের ওই জায়গা দুর্বল হয়ে বর্ষায় ভেঙে যেতে পারত। প্লাবিত হতে পারত মহকুমার বিস্তীর্ণ এলাকা। ১২ ফেব্রুয়ারি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা নির্মাণস্থল পরিদর্শন করে সাফ জানিয়ে দেন ওই অবৈধ নির্মাণ তো ভাঙা হচ্ছেই, সেই সঙ্গে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে যারা বাঁধের ক্ষতি করে নির্মাণ করেছেন তাদেরও নোটিশ ধরানো হবে। সেই মতো সেচ দপ্তর নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের নোটিশ ধরাতে শুরু করেছে। নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!