নৃশংসতার চরম নজির দেখা গেল চন্দ্রকোণা থানার ডিঙ্গাল গ্রামে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবারের দুপুরে কয়েকজন শিকারীর হাতে মারা পড়ল বিরল বন শূকর। তবে স্থানীয়দের অভিযোগ কয়েকদিন ধরে চন্দ্রকোণা এলাকায় শুকরটি চাষের ফসল এবং গবাদিপশুর ক্ষতি করার পাশাপাশি কয়েকজন গ্রামবাসীকেও তাড়া করে। ইতি মধ্যেই বন দপ্তরও শূকরটিকে ধরার চেষ্টায় ছিল। বনদপ্তরের কাছে খবরও ছিল কামার বাঁধি থেকে শূকরটি মনোহরপুর ডিঙ্গাল এলাকায় ঘোরাঘুরি করছে।
সেইমত বনদপ্তরের কর্মীরা উদ্যোগী হন শূকরটিকে ধরার জন্য। কিন্তু তাঁদের পৌঁছানোর আগেই কয়েকজন শিকারী শূকরটিকে তাড়া করে নৃশংসভাবে হত্যা করে। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টের রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, ঘটনাটি আমি শুনে এলাকায় বন দপ্তরের কর্মীদের পাঠিয়েছিলাম। ততক্ষণে শূকরটিকে শিকারীরা নিয়ে চলে যায়।