দাসপুর থানার ব্যপ্তি এবং বিস্তৃতি এতটাই যে এলাকার মানুষের সহযোগিতা ছাড়া কেবলমাত্র পুলিসের পক্ষে এলাকার দেখভাল সম্ভবভ ছিল না। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল ধন্যবাদ জানালেন রাজনগর বাজার কমিটির প্রত্যেক সদস্যকে। রাজনগর বাজার কমিটির দোকানদাররা এখন পালা করে দাসপুর পুলিসের পাশে দাঁড়িয়ে রাজনগর এলাকায় রাতপাহারায় যোগ দিচ্ছেন।
ফল স্বরূপ কমেছে চুরির প্রকোপ। বছর খানেক আগেই রাজনগর এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকলে তৎকালীন ওসির সাথে বসেই রাজনগর বাজার কমিটির সদস্যরা পুলিসের সাথে যৌথভাবে রাত পাহারায় সামিল হওয়ার সিদ্ধান্তে আসেন।
২ ফেব্রুয়ারি দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরে ছিল রাজনগর ব্যবসায়ী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলন। সেখানেই দাসপুর থানার বর্তমান ওসি রাজনগরের পাশাপাশি অন্যান্য বাজার কমিটির সদস্যদের দাসপুর থানার পাশে দাঁড়াবার আহ্বান জানালেন।