নিজস্ব সংবাদদাতা: ভোটারের পদবি ‘পশ্চিম মেদিনীপুর’। সম্প্রতি প্রকাশিত ভোটার লিস্টে ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এক ভোটারের পদবি হিসেবে সেটাই দেওয়া রয়েছে। বাস্তবে তাঁর ওই পদবি না হলেও নির্বাচন কমিশনের নথিতে পদবি হিসেবে ওটাই লেখা রয়েছে। ১১৭ নম্বর অংশে কোন্নগর(ফেরির ভিতরের পূর্ব ও পশ্চিম পাড়া) ৮৪২ নম্বর ক্রমিকের ভোটারটির পদবি হিসেবে ছাপা রয়েছে ‘পশ্চিম মেদিনীপুর’। পুরো নাম ‘নমিতা পশ্চিম মেদিনীপুর’। স্বামীর নাম অনিল সামন্ত। বয়স ৬০ বছর।
বাস্তবে খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওই ওয়ার্ডে কোনও পরিবারেরই পদবি ‘পশ্চিম মেদিনীপুর’ নেই। এবিষয়ে মহকুমা নির্বাচন দপ্তর জানিয়েছে, আসলে এন্ট্রি করার সময় কোনও ভাবে পদবির জায়গায় কপি করে রাখা ইংরেজির ‘পশ্চিম মেদিনীপুর’ শব্দ দুটি পেস্ট হয়ে গিয়েছে। সেজন্যই ওখানে ওটা দেখাচ্ছে।