সৌমেন মিশ্র:ঘাটাল পাঁশকুড়া সড়কের পাশাপাশি দাসপুর থানা এলাকার ঘাটাল মেদিনীপুর সড়কেও বেড়েছে পথ দুর্ঘটনার হার। আর বেশিরভাগ দুর্ঘটনাগুলিরই মূল কারণ রাস্তার পাশে রাখা ইমারতি সামগ্রী। দাসপুর থানার রাজনগরে ব্যাবসায়ীদের এক অনুষ্ঠানে এসে ব্যাবসায়ী এবং এলাকাবাসীদের রাস্তার উপর রাখা ইমারতি সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ রাখলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল। সুদীপবাবু আজ ২ ফেব্রুয়ারি দাসপুরের রাজনগরে রাজনগর ব্যবসায়ী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জানান,পথ দুর্ঘটনায় প্রিয় মানুষকে হারালে আর তাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু আমাদের চেষ্টায় বাঁচতে পারে অনেক প্রিয়জনের প্রাণ।
ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগর ও হরিরামপুর এলাকায় যথেচ্ছভাবে রাস্তার উপরই রাখা রয়েছে ইমারতি সামগ্রী। যার জেরে দুর্ঘটনাও ঘটে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহেই রাজনগরের এক প্রভাবশালী ব্যাবসাদার সমর আশ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। আর এই দুর্ঘটনার মূল কারণ ছিল রাস্তার উপর ইমারতি দ্রব্য। তবে আজ সুদীপবাবুর অনুরোধের সাথে সাথে ফল মিলতেও দেখা গেছে। রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্য অনেকেই সরিয়ে নিতেও শুরু করেছেন।
পুলিস প্রশাসনের সাথে এবং পাশে এভাবেই যদি সাধারণ মানুষ সমান্তরালে চলে তাহলে শুধু পথ দুর্ঘটনা নয় গড়ে তোলা সম্ভব এক উন্নততর সমাজও।