সৌমেন মিশ্রঃদাসপুরের এক কোচিং সেন্টারের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়াল দাসপুর পুলিস। দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরের কয়েকজন বেকার শিক্ষিত যুবক মিলে গড়েছেন ব্রাইট কেরিয়ার স্টাডি সেন্টার,এখানে এলাকার শিক্ষার্থীরা পড়াশুনা করে। সেই কোচিং সেন্টারের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে আজ ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঘাটাল মেদিনীপুর সড়কের ডিহিপলসা থেকে রাজনগর হয়ে এক র্যালি করা হল। পথে হেলমেট বিহীন বাইক চালকদের পথ নিরাপত্তার স্বার্থে হেলেটের ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে চালকের হাতে তুলে দেওয়া হল একটিকরে চারাগাছ।
গ্রামের এক কোচিং সেন্টারের এমন মহতি উদ্যোগে অভিভূত দাসপুর পুলিস প্রশাসন। দাসপুর পুলিসের অফিসার নিজে সেই র্যালিতে হাঁটলেন এবং কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে পথ চলতি মানুষ ও বাইক আরোহীদের হাতে পথ নিরাপত্তার স্বার্থে হেলমেটের গুরুত্ব জানিয়ে তাদের হাতে চারাগাছ তুলে দিলেন।
দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানান,এভাবে বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলি পথ নিরাপত্তার প্রচারে এগিয়ে এলে মানুষ আরও সচেতন হবেন,কমবে পথ দুর্ঘটনা।
দাসপুর পুলিসের তরফে এইভাবে গ্রামের এক কোচিং সেন্টারের পাশে দাঁড়ানো সাথে এলাকায় পথ নিরাপত্তা এবং সবুজায়নের প্রচারে অভিভূত ওই কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং সর্বপরি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।(ক্যামেরায় শুভদীপ জানা ও রাজদী রায়)