ভিড় বাসে যাত্রী না নিতে পারায় বাস ভাঙচুর ও চালককে মার, প্রতিবাদে অবরোধ

নিজস্ব সংবাদদাতা: আজ ২৭ জানুয়ারির সকালে খড়ার হাওড়া বাসে প্রচুর ভিড় ছিল। ফলে বাসের দরজাও ভালো করে বন্ধ করা যাচ্ছিল না। সেই বাসটি ঘাটাল-ক্ষীরপাই সড়কের শিমুলিয়াতে আর যাত্রী নিতে পারবে না বলে জানালে তিন যাত্রী  শেখ নাসিরুদ্দিন এবং তাঁর দুই ছেলে রাকেশ ও সাজিদ বাসটিকে আটকে ভাঙচুর করে এবং বাস চালক খোকন সাঁতরা ও বাসকর্মী তাপস গাঙলিকে মারধর করে বলে অভিযোগ। হামলা ও মারধরের বিষয়টি এলাকার বাসিন্দাও সমর্থন করেননি। তাই তারই প্রতিবাদে ওই সড়কে   অবরোধ করা হয়। চিকিৎসার জন্য বাস চালক ও বাস কর্মীকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান বলেন, পুলিশ ২৪ ঘন্টার মধ্যো দোষীদের গ্রেপ্তার না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। • ছবিটি জখম চালকের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!