নিজস্ব সংবাদদাতা: বিজেপির কয়েকজন নেতাই ২০১৯ সালের ১৮ নভেম্বর রাতে দাসপুরের বিজেপির জেলা নেতা প্রশান্ত বেরাকে মারধর করে কোলাঘাট ব্রিজ থেকে ‘মৃত’ ভেবে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশান্তবাবু মারা যাননি। হাওড়ার নাউপালাতে রূপনারায়ণের চরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। মাঝিরা খবর পেয়ে বাগনান থানার পুলিশকে খবর দেন। পুলিশ প্রশান্তবাবুকে নদীর চর থেকে উদ্ধার করে তাঁর চিকিৎসা করানোর ব্যবস্থা করে। বর্তমানে তিনি সুস্থ। প্রশান্তবাবুকে ওই আক্রমণের তির ওই সময় স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে গিয়েছিল। কিন্তু প্রায় দেড় মাস পর বাগনান থানার পুলিশ তদন্ত করে জানতে পারে, বিজেপির চরম গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই প্রশান্তবাবুকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। সেজন্যই কয়েক জন বিজেপি নেতা ও কর্মী ওই রাতে তাঁকে রড দিয়ে মেরে ‘মৃত্যু হয়েছে নিশ্চিত’ ভেবে নদীতে ফেলে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই কাজ করেছিল বিজেপির দাসপুর-২ ব্লকের মধ্য মণ্ডলের যুব সভাপতি অভিজিৎ হুদাইত সহ কয়েক জন। বাগনান থানার পুলিশ দাসপুরের জয়রামচকের বাসিন্দা অভিজিৎকে গ্রেপ্তার করেছে। বাকীদেরও তল্লাশি চালাচ্ছে।