অসীম বেরা:না, এটা কোনও উৎসব অনুষ্ঠানের বাদ্য বাজনা নয়। এলাকার ১০৭ বছরের এক প্রবীণের মৃত্যুর
পর নাতি-নাতনিরা বাদ্যবাজনা বাজিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন। ২৪ ডিসেম্বর এমনই ঘটনার সাক্ষী রইলেন ঘাটাল মহকুমার চন্দ্রকোণা-১ ব্লকের শ্যামখুরি গ্রামে। মৃত ব্যক্তির নাম সুবল মণ্ডল। তিনি ২৩ ডিসেম্বর রাতে মারা যান। কিন্তু তাঁকে সম্মান জানিয়ে সৎকার করা হবে বলে সেদিন আর দাহ করা হয়নি। ২৪ ডিসেম্বর রীতি মতো উৎসবের আমেজে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। একনজরে বিষয়টি দেখলে বোঝাই যেত না গ্রামে কেউ মারা গিয়েছেন বলে। আশেপাশের গ্রাম তো দূর অস্ত ১০৭ বছরের আয়ুর উদাহরণ জেলাতেও খুব কমই আছে। ১০৭ বয়সে দাদুর মৃত্যুতে শোকগ্রস্ত না হয়ে উৎসবের পরিবেশের চেহারা নেয় সারা গ্রাম। সারাটা জীবন যে গ্রামের মানুষ পাশে থেকেছেন তাঁর, শব যাত্রাতেও তাশা বাজনা নিয়ে সামিল হলেন গ্রামবাসীরা। এসব আনন্দের না শোকের তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে তাতে আমল দিতে নারাজ শ্যামখুরী গ্রামের মানুষজন॥