রবীন্দ্র কর্মকার:দাসপুরে ষাঁড়ের তাণ্ডবে জখম বেশ কয়েকজন মানুষ। নষ্ট করছে ক্ষেতের ফসল। দাসপুর-২
ব্লকের পলাসপাই গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা এই ষাঁড়ের তাণ্ডবে বেশ কয়েক দিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই কালো ষাঁড়টি কোত্থেকে এসেছে তা জানা যায়নি। ষাঁড়টি পলাশপাই এলাকায় প্রায় দু’সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছে। পথচলতি মানুষদের দেখলেই তেড়ে যাচ্ছে। আবার কখনো গোয়ালঘরের গবাদি গরুর দিকে তেড়ে গিয়ে আক্রমণ করছে। ষাঁড়টির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা আরও বলেন, উন্মত্ত ওই ষাঁড়টি চাষিদের ক্ষেতের ফসলও নষ্ট করছে। ষাঁড়টি গ্রামের কয়েকজন মানুষের হাত, পা এমনকি কোমর পর্যন্ত ভেঙে দিয়েছে। বাঁশ, ইট, লাঠি দিয়ে এমনকি বাজি পটকা ফাটিয়েও খেদানো যায়নি ষাঁড়টিকে। সাধারণ মানুষ প্রশাসনের দারস্থ হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।