নিজস্ব সংবাদদাতা: নিয়ম ভেঙেই রত্নেশ্বরবাটীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় ওভারলোডেড মালবাহী গাড়ি ঢুকিয়ে থাকেন অনেকেই। আজ ২৫ অক্টোবর ওই ধরনের একটি গাড়ি ওই গ্রামেরই এক ব্যবসায়ী রাজকুমার পাত্র গ্রামে নিয়ে যাওয়ার সময় গাড়ির লোডে রত্নেশ্বরবাটী মনসাতলার সামনে বেশ খানিকটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা সুমন সন্ন্যাসী, কৌশিক সাঁতরা, অনুপ জানা, সুরজিৎ সন্ন্যাসী-সহ বেশ কয়েক জন যুবক ওই গাড়িকে আটকে ব্যবসায়ীকে তাঁর নিজ খরচে ক্ষতিগ্রস্থ রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি করেন। প্রথমে রাজকুমারবাবু ওই প্রস্তাবে নিমরাজি হলেও পরে মুচলেকা দিয়ে রাস্তাটি অবিলম্বে সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন। তখনই তাঁর গাড়িটিকে ছাড়া হয়। ওই ঘটনায় এলাকার মানুষের পাশাপাশি ঘাটাল মহকুমার মানুষও বেশ খুশি। কারণ, গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলিতে ওভারলোডেড গাড়ি যাতায়াত করিয়ে বেহাল করিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়বাসিন্দারা এভাবে রুখে না দাঁড়ালে রাস্তাগুলি বেশি দিন টিকবে না। তাই রত্নেশ্বরবাটী গ্রামের ওই যুকদের সবাই ধন্যবাদ জানিয়েছেন।
Home এই মুহূর্তে ব্রেকিং স্থানীয়দের চাপে ঘাটালে ধসিয়ে দেওয়া রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ী