মনসারাম কর: গত কয়েকদিনের বৃষ্টি আর পূর্ণিমার জোয়ারের জেরে ঘাটালের ঝুমী নদী এখন বেশ খরস্রোত হয়ে উঠেছে। নদীর তীব্র স্রোতে মনসুকা এলাকার হাইস্কুল সংলগ্ন বাঁশের পুলটির অবস্থা সঙ্কটজনক। প্রায়
অর্ধভাঙা পুলটির উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। পুলটি বাঁচাতে ঘাট মালিকের পক্ষ থেকে চলছে মরিয়া চেষ্টা। প্রসঙ্গত এই পুলটিই হলো দুই পারের মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। স্কুলের ছাত্র-ছাত্রীদেরও এই বাঁশের পুল দিয়েই যাওয়া আসা করতে হয়। জলের তোড়ে পুল ভাঙলে গ্রাম পঞ্চায়েত থেকে বরাত পাওয়া ঘাট মালিকের অনেক টাকার ক্ষতি তো বটেই তার সাথে এলাকার মানুষও পারাপারের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়বে। তাই এই পুলটি কে কেন্দ্র করে এলাকার মানুষজন যথেষ্ট উদ্বেগে রয়েছে। গ্রামবাসিদের পক্ষ থেকে বারে বারে এখানে ব্রিজ তৈরির দাবিও তোলা হয়েছে।