রবীন্দ্র কর্মকার:আজ ৯ আগস্ট ঘাটাল মহকুমায় সাড়ম্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হল। সাঁওতালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে ভারত জাকাত মাঝি পারাগাণা মহলের উদ্যোগে ঘাটাল মহকুমার
বিভিন্ন এলাকায় এই বিশেষ দিনটিকে পালন করা হয়। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সহ সভাপতি মনোরঞ্জন মুর্মু বলেন, আদিবাসীদের দাবি-দাওয়া ও অভিযোগগুলি আজ আমরা প্রশাসনিক মহলে লিখিত আকারে পৌঁছে দিই। মূল অনুষ্ঠানটি হয় ক্ষীরপাই শহরে। ক্ষীরপাই শহরে সারা রাত ধরে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করার ব্যবস্থা করা হয়। ক্ষীরপাই টাউন হলে প্রায় তিন হাজার আদিবাসী মানুষের সমাগমে চলে নানান অনুষ্ঠান। পরব, নাচ, গান সহ আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান চলে সারা রাত। এই সংগঠনের চন্দ্রকোণা-১ তল্লাটে সহ সভাপতি কার্তিকচন্দ্র সরেন বলেন, আজকের অনুষ্ঠানে আদিবাসী ভাইবোনেদের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যায়।