রবীন্দ্র কর্মকার: দাসপুরে ওভারলোডেড গাড়িকে আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আজ ৬ আগস্ট দাসপুর থানার বেলিয়াঘাটা- কামালপুর রাস্তায় একটি বিদ্যুতের খুঁটি বোঝাই ওভারলোডেড গাড়িকে
দেখতে পেয়ে বেলিয়াঘাটার বাসিন্দারা আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাসপুরের বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে শ্যামল বারিক, গোপাল সামন্ত, বাদল ভুঁইঞা, সাহেব বাগ, গণেশ জানা, অনন্ত জানারা অভিযোগ করে বলেন, ওভারলোড গাড়ি গিয়ে পিচ রাস্তার দফারফা করে দিচ্ছে। যার ফল ভুগতে হচ্ছে জনসাধারণকে। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত রাস্তাটিতে দশ টনের বেশি ভারী গাড়ি ঢোকা নিষিদ্ধ আছে। তা অগ্রাহ্য করেই কুড়ি-পঁচিশ টনের বেশি ভারী গাড়ি চলাচল করার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এমনিতেই বেলিয়াঘাটা থেকে ঢোকার মুখে রাস্তাটির কিছুটা অংশ এখনও অসম্পুর্ণ রয়েছে। ওই অসম্পুর্ণ মোরাম রাস্তার জলকাদা পেরিয়ে মানুষকে যাতায়াত করতে নাজেহাল হতে হচ্ছে। তার ওপর এই ওভারলোডেড গাড়িগুলি ঢুকে ভালো রাস্তাকেও নষ্ট করে দিচ্ছে। সেজন্যই আমাদের প্রতিবাদ।
দাসপুর-১ ব্লকের বিডিও বিকাশ নস্কর বলেন, রাস্তার স্বার্থে স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে কোনও অন্যায় করেননি। কোনও ভাবেই ওই রাস্তা দিয়ে ওভারলোডেড গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের অনুরোধ করলেও স্থানীয়রা ছিলেন অনড়। প্রায় চার ঘন্টা পর গাড়ি চালক লরিটিকে ৫০০ মিটার ব্যাক করে নিয়ে গিয়ে ঘাটাল-পাঁশকুড়া সড়কে ফিরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।